Site icon Jamuna Television

সোহরাওয়ার্দীতে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের বদলে মডার্নার টিকা দেয়ার অভিযোগ

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে একজনকে ভুল টিকা দেয়ার অভিযোগ উঠেছে। শারফুদ্দীন ও নার্গিস দম্পতি এ অভিযোগ করেছেন। তারা জানান ভুল কেন্দ্রে গিয়েছিলেন তারা। সেখানে শারফুদ্দীনকে মর্ডানার টিকা দেয়া হয়। কিন্তু এই দম্পতি গিয়েছিলেন অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ নিতে।

নির্বিঘ্নেই প্রথম টিকা নেন শারফুদ্দীন। তবে তার স্ত্রীর টিকা নেওয়ার সময় বাধে বিপত্তি। টিকা নেয়ার প্রস্তুতি নেয়ার সময় স্ত্রী নার্গিস খেয়াল করেন সোহরাওয়ার্দী হাসপাতাল নয় বরং তাদের কেন্দ্র হৃদরোগ ইন্সটিটিউট। কিন্তু ততক্ষণে স্বামী শারফুদ্দীনকে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের পরিবর্তে দেয়া হয়ে গেছে মর্ডানার প্রথম ডোজ। ভুক্তভোগীর অভিযোগ, ভুলটি নজরে আসার পর কর্তব্যরত চিকিৎসকের কাছে গেলে তিনি ফরমে নিবন্ধন না করে বরং উল্টো তা অস্বীকার করেন।

সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমান বললেন, টিকা গ্রহণকারী ব্যক্তি অভিযোগ প্রমাণ করতে পারলে তারা তদন্ত করে বিধিমোতাবেক ব্যবস্থা নেবেন। এছাড়া পরবর্তী ক্ষেত্রে টিকা দেয়ার বিষয়ে তারা আরও সতর্ক থাকবেন বলেও আশ্বস্ত করেন তিনি।

পাশাপাশি টিকা নিতে আসাদেরও যাচাই বাছাই করে টিকা কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেন তিনি।

Exit mobile version