Site icon Jamuna Television

মায়ের খোঁজে ২৩০ কিলোমিটার সাইকেলে পাড়ি দিলো ছেলে

ছেলে সোহেল আহমেদ ও নিখোঁজ মা হাজেরা বিবি।

মৌলভীবাজার প্রতিনিধি:

একদিকে মা নিখোঁজ অন্যদিকে লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ। উপায়ান্তর না পেয়ে নাড়ির টানে ঢাকা থেকে ২৩০ কিলোমিটার পথ বাইসাইকেল চালিয়ে নিখোঁজ মায়ের সন্ধান পেতে বাড়ি ফেরেন কমলগঞ্জের সোহেল আহমেদ।

জানা যায়, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের লংগুরপাড় গ্রামের মানিক মিয়ার স্ত্রী হাজেরা বিবি বৃহস্পতিবার (২৯ জুলাই) ভোরে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর হাজেরা বিবির ভাই মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আসিদ আলি স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করেন।

এদিকে, হাজেরা বিবির ছেলে সোহেল আহমেদ ঢাকায় চাকরি করেন। তিনি মায়ের নিখোঁজ সংবাদ শুনে শনিবার রাতে ঢাকা থেকে বাইসাইকেল চালিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন। টানা ১৪ ঘণ্টা সাইকেল চালানোর পর বাড়ি পৌঁছান তিনি।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ হাজেরা বিবিকে খুঁজে বের করার চেষ্টা চলমান রয়েছে।

Exit mobile version