Site icon Jamuna Television

ইতিহাস সৃষ্টি করে সেমিফাইনালে ভারতের নারী হকি দল

ভারতের উল্লাস, অস্ট্রেলিয়ার হতাশা। ছবি: ইনসাইড স্পোর্ট

অলিম্পিকের ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠলো ভারতের নারী হকি দল। তিনবারের স্বর্ণজয়ী অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়েছে তারা।

সোমবার (২ আগস্ট) টোকিও অলিম্পিকের হকি স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই আধিপত্য ছিল ভারতের। প্রথম কোয়ার্টারে গোল না পেলেও দ্বিতীয় কোয়ার্টারে গোল পায় ভারত। পেনাল্টি কর্নার থেকে গোল পেয়েছেন গুরজিত কর। তারপর থেকেই আক্রমণে মনোযোগী হয় ভারত। শেষ কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে সুযোগ আসলেও কাজে লাগাতে পারেনি অস্ট্রেলিয়া। যার ফলে ইতিহাসে প্রথমবারের মতো অলিম্পিকের শেষ চারে পৌছালো ভারতীয় নারী দল। এর আগে ভারতের পুরুষ হকি দলও জায়গা করে নিয়েছে অলিম্পিকের শেষ চারে।

Exit mobile version