Site icon Jamuna Television

মাঠে নামার আগে শেষবার নিজেদের ঝালিয়ে নিলো টাইগাররা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কাল মাঠে নামার আগে অনুশীলন করেছে বাংলাদেশ দল।

৫ ম্যাচের টি-২০ সিরিজে আগামীকাল (৩ আগস্ট) বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ। প্রথম টি-২০ তে নামার আগে শেষবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল।

তামিম, মুশফিক, লিটন না থাকায় তরুণদের সামনে এসেছে নিজেদের প্রমাণ করার সুযোগ, বলেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এ দিন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই প্রস্তুতি নিয়েছে টাইগাররা। তবে স্পিনে জোর ছিল বেশি। এছাড়াও নতুন আর পুরোনো বলে ঘাম ঝড়িয়েছেন তাসকিন, শরিফুল, সাইফউদ্দিনরা।

জিম্বাবুয়ে সিরিজে ইনজুরিতে পড়া মোস্তাফিজ বোলিং সেশনে ছিলেন প্রাণবন্ত। ঘরের মাঠে নিজেদের ভালো দল বলছেন মাহমুদউল্লাহ। আস্থা রাখছেন সোহান, আফিফ, শামিমদের মতো তরুণদের উপর।

Exit mobile version