Site icon Jamuna Television

তুরস্কে সপ্তাহ পেরোলেও কমছে না আগুনের তীব্রতা

তুরস্কে সপ্তাহ পেরোলেও কমছে না আগুনের তীব্রতা

ছবি: সংগৃহীত

এক সপ্তাহ পরও নিয়ন্ত্রণের বাইরে তুরস্কের দাবানল। অন্তত ১৩০টি স্থানে জ্বলছে আগুন। তীব্রতা কমেনি পর্যটন নগরী মারমারিস আর মানগাতাওয়ে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানগাতাও শহর। আশপাশের আরও কয়েকটি এলাকায় নতুন করে আগুন ছড়ানোয় কয়েকগুণ বেড়েছে ঝুঁকি।

প্রাথমিক হিসাব অনুযায়ী, এ পর্যন্ত পুড়ে ছাই অন্তত ১ লাখ ৩৬ হাজার হেক্টর বনভূমি। গতবারের তুলনায় যা প্রায় তিন গুণ বেশি। প্রাণহানি এড়াতে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে হাজার হাজার বাসিন্দাদের।

কর্তৃপক্ষ বলছে, ৩৫টি প্রদেশে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে দমকল কর্মীরা। তুরস্ক জুড়ে তাপমাত্রা বাড়ায় দাবানল আরও বিস্তারের আশঙ্কা করা হচ্ছে। সোমবার সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় দেশটিতে। ভয়াবহ আগুনে এ পর্যন্ত ৮ জনের মৃত্যু ও ৫শ’য়ের বেশি গুরুতর দগ্ধ হয়েছে। চরম ক্ষতির মুখে বন্যপ্রাণীরা।

এনএনআর/

Exit mobile version