Site icon Jamuna Television

লকডাউনের ১২তম দিনে রাজধানীতে বেড়েছে মানুষ ও যানবাহনের চলাচল

লকডাউনের ১২তম দিনে রাজধানীতে বেড়েছে মানুষ ও যানবাহনের চলাচল

ছবি: সংগৃহীত

শিল্প-কারখানার খোলার পর রাজধানীতে বেড়েছে মানুষ ও যানবাহনের চলাচল।

মঙ্গলবার সকালে রাজধানীর প্রধান সড়কে ব্যক্তিগত গাড়ির চাপ বাড়ার পাশাপাশি দেখা গেছে রিকশার রাজত্ব। যারা গণপরিবহন ব্যবহার করতো তাদের বেশি ভাগ এখন রিকশা ব্যবহার করছে গন্তব্যে পৌঁছাতে। প্রতিটি সড়কের মোড়ে মোড়ে যথারীতি আছে পুলিশের চেকপোস্ট।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, জরুরি দরকার ছাড়া যারা বের হয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যৌক্তিক কারণ দেখাতে না পারলে জরিমানা ও মামলা করা হচ্ছে।

এদিকে রাজধানীর প্রবেশ পথেও ঢাকামুখী মানুষের চলাচল বেড়েছে। ছোট ছোট যানবাহন ও পিক আপে করে ঢাকা আসছেন তারা।

এনএনআর/

Exit mobile version