Site icon Jamuna Television

ভিন্নধর্মী উদযাপন করে তদন্তের মুখে যুক্তরাষ্ট্রের স্যান্ডার্স

যুক্তরাষ্ট্রের শট পুটার র‍্যাভেন স্যান্ডার্স। ছবি: সংগৃহীত

এমনিতেই বিচিত্র সব উদযাপনের জন্য বিখ্যাত স্যান্ডার্স, অলিম্পিকেও এর ব্যতিক্রম হয়নি। পুরস্কার নিতে গিয়ে ভিন্নধর্মী উদযাপন করে অলিম্পিক কমিটির তদন্তের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের শট পুটার র‍্যাভেন স্যান্ডার্স।

রোববার (১ আগস্ট) শট পুটে রৌপ্য জেতেন র‍্যাভেন স্যান্ডার্স। পোডিয়ামে পদক নিতে গিয়ে দুই বাহু উপরে তুলে ক্রস চিহ্ন তৈরি করে উদযাপন করেন যুক্তরাষ্ট্রের এই অ্যাথলেট। উদযাপনের এই ভঙ্গি নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানানোর চিহ্ন হিসেবে ধরা হয়।

কিন্তু আইওসির নিয়ম অনুযায়ী পদকের মঞ্চে কোনোরকম প্রতিবাদের অঙ্গভঙ্গি করা যাবে না। এই নিয়মের সরাসরি লঙ্ঘন হয়েছে স্যান্ডার্সের এই উদযাপন। যা নিয়ে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স, যুক্তরাষ্ট্রের অলিম্পিক কমিটি ও ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির মধ্যে আলোচনা চলছে বলে সোমবার জানানো হয়েছে।

Exit mobile version