Site icon Jamuna Television

মানিকগঞ্জে করোনা বিশেষায়িত হাসপাতালের যাত্রা শুরু

করোনা বিশেষায়িত হাসপাতাল হিসেবে শুরু হলো মানিকগঞ্জ সদর হাসপাতালের। মঙ্গলবার (৩ আগস্ট) থেকে করোনা রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার হবে হাসপাতালটি।

রোগীর চাপ সামাল দিতে এই সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ২৫০ শয্যার এই হাসপাতালে বন্ধ থাকবে সকল সাধারণ রোগীর চিকিৎসা সেবা। তবে, চালু থাকবে জরুরি বিভাগ।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন দুই শতাধিক করোনা রোগী। এছাড়া, করোনা রোগী ব্যতীত অন্যদের চিকিৎসার জন্য কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর এবং গাইনি রোগীদের সরকারি মা ও শিশু হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Exit mobile version