Site icon Jamuna Television

শাওনের পরে এবার নিষাদও করোনায় আক্রান্ত

শাওনের পরে এবার নিষাদও করোনায় আক্রান্ত

ছবি: সংগৃহীত (ফেসবুক)

কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হওয়ার খবর দেন অভিনেত্রী-নির্মাতা মেহের আফরোজ শাওন। এবার জানালেন, তার ছেলে নিষাদ হুমায়ূনও করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার দিবাগত রাতে নিজের শারীরিক সবশেষ অবস্থা ও নিষাদের করোনা পজেটিভের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান শাওন।

মেহের আফরোজ শাওন পোস্টে লেখেন, ভালোবাসা ও পাশের থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি। এছাড়া জানান, তিনি ভালো আছেন ও নিষাদ করোনায় আক্রান্ত। চিকিৎসক তাদের সর্বোচ্চ বিশ্রাম নিতে বলেছেন।

তিনি আরও জানান, হাজার খানেক কলের উত্তর দেওয়া তার জন্য কষ্টকর। প্রয়োজনে মেসেজ দিতে অনুরোধ করেন। পরে তিনি ফিরতি কল দেবেন।

শাওনের এমন বার্তা বন্ধু ও অনুরাগীরা ভালোবাসা জানিয়েছেন। বিশেষ করে ছোট্ট নিষাদের জন্য দোয়া করছেন সবাই।

প্রয়াত হুমায়ূন আহমেদ ও শাওনের দুই ছেলে। নিষাদ বড় ও নিনিত ছোট।

এনএনআর/

Exit mobile version