Site icon Jamuna Television

থানায় রিমান্ডে থাকা আসামির মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা

উত্তরা পূর্ব থানা, ঢাকা। ছবি: সংগৃহীত।

গাজীপুর প্রতিনিধি:

রাজধানীর উত্তরা পূর্ব থানায় পুলিশ হেফাজতে রিমান্ডে থাকা এক মাদক মামলার আসামির মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, হাজতে থাকা কম্বল ভেন্টিলেটরের সাথে বেধে গলায় ফাঁস নিয়ে আসামি আত্মহত্যা করেছে।

সোমবার (২ আগস্ট) দিবাগত রাত ২-৩ টার মধ্যে তার মৃত্যু হয়। নিহত মো. লিটন (৪৫) বগুড়া জেলার কাহালু থানার পাল্লাপাড়া গ্রামের সলেমান প্রামাণিকের ছেলে। তিনি সম্প্রতি ৫৮০০ পিস ইয়াবাসহ র‍্যাবের হাতে আটক হয়েছিলেন। ২ এবং ৩ আগস্ট তার দুই দিনের রিমান্ড চলছিল।

এ বিষয়ে উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার সাইফুল ইসলাম জানান, একাধিক মাদক মামলার আসামি মো. লিটনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য উত্তরা পূর্ব থানায় রিমান্ডে আনা হলে ৩ আগষ্ট রাত আনুমানিক তিনটার দিকে হাজতে থাকা কম্বল ভেন্টিলেটরের সাথে বেধে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। সিসিটিভি ফুটেজে দেখে বিষয়টি নিশ্চিত হয়েছেন বলে জানান এই কর্মকর্তা।

এ ঘটনায় বিমান বন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তাপস কুমার দাসকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপি উত্তর জোনের উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম।

/এস এন

Exit mobile version