Site icon Jamuna Television

মাকড়সা খেয়ে ফেললো আস্ত টিকটিকি!

বাথরুমে মাকড়সা দেখে অনেকেই ভয়ে চিৎকার করেন। অস্ট্রেলিয়ার দৈত্যাকার মাকড়সার কাছে নিরীহ ওইসব মাকড়সা নস্যি। ভয়ঙ্কর এইসব মাকড়সা্র ভোজন তালিকায় আছে আস্ত একটি টিকটিকি। টিকটিকির গলায় ধারালো কামড় দিয়ে ঘায়েল করে এই মাকড়সা। ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়লে এই ‘নেকড়ে মাকড়সার’ আহারে পরিণত হয়।

ব্রিসবেনের ড্যান রায়ান ছবি তুলেছেন এই শিকার-দৃশ্যের। ছবিতে দেখা যাচ্ছে একটি ‘নেকড়ে মাকড়সা’ কামড়ে তার থেকে দ্বিগুন আকারের তক্ষকটিকে ঝুলিয়ে রেখেছে। আর ধীরে ধীরে প্রাণবায়ূ বেরিয়ে যাচ্ছে হতভাগা তক্ষকটির।

রায়ান বলেছেন, “দৃশ্যটি এতই ভয়াবহ ছিল যে আমি আমার বাচ্চাদের চোখ ঢেকে রেখে ছিলাম।”

Exit mobile version