Site icon Jamuna Television

রাজনীতি ছাড়লেও সংসদ সদস্য পদ ছাড়ছেন না বাবুল সুপ্রিয়

রাজনীতি থেকে সরে দাঁড়ালেও এখনই সংসদ সদস্য পদ ছাড়ছেন না ভারতের জনপ্রিয় গায়ক ও রাজনীতিবিদ বাবুল সুপ্রিয়।

সোমবার (২ আগস্ট) দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জানান, ব্যক্তিগত কারণে ছেড়ে যাচ্ছেন রাজনীতি। যুক্ত থাকছেন না বিজেপির আর কোনো কার্যক্রমের সাথেও।

বাবুল সুপ্রিয়র দাবি, দলের শীর্ষ নেতাদের কথা ভেবেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে আসানসোলের সংদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন এ নেতা।

গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনীতি ছাড়ার ঘোষণা দেন বাবুল সুপ্রিয়। গত রাতে শীর্ষ নেতাদের সাথে আলোচনা শেষে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

এর আগে, ভারতের মন্ত্রীসভার রদবদলের সময় প্রতিমন্ত্রীর পদ ছাড়েন বাবুল। দায়িত্ব পালন করেছেন কেন্দ্রীয় সরকারের বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে।

Exit mobile version