Site icon Jamuna Television

ইরানের প্রেসিডেন্ট হলেন ইব্রাহিম রইসি

মঙ্গলবার অনাড়ম্বর আয়োজনে আনুষ্ঠানিকভাবে রইসির কাছে দায়িত্বভার তুলে দেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি।

ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন ইব্রাহিম রইসি। মঙ্গলবার (৩ আগস্ট) সকালে তেহরানে এক অনাড়ম্বর আয়োজনে আনুষ্ঠানিকভাবে তার কাছে দায়িত্বভার তুলে দেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি।

এসময় বিদায়ী প্রেসিডেন্ট হাসান রুহানিও উপস্থিত ছিলেন। কট্টরপন্থি হিসেবে পরিচিত ইব্রাহিম রইসি আগামী চার বছরের জন্য রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার (৩ আগস্ট) অভিষেক হলেও বৃহস্পতিবার পার্লামেন্টে শপথ নেবেন রইসি। সেদিন ঘোষণা করবেন নতুন মন্ত্রিসভাও।

৬০ বছর বয়সী সাবেক প্রধান বিচারপতি রইসি গত জুনের নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হন। তবে, অভিযোগ আছে প্রার্থী বাছাইয়ের সময়ই উদারপন্থীদের বাদ দেয়া হয়।

রুহানি জানিয়েছেন, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য কাজ করবেন তিনি। পরমাণু চুক্তি পুনর্বহালসহ অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে নতুন প্রেসিডেন্টকে।

Exit mobile version