Site icon Jamuna Television

আফগান সীমান্তের কাছে মহড়ার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, তাজিকিস্তান ও উজবেকিস্তান

এরই মধ্যে তাজিক সীমান্তে জড়ো হয়েছে রাশিয়া ও উজবেকিস্তানের সেনা বহর।

আফগানিস্তানে অস্থিতিশীলতার মুহূর্তে দেশটির সীমান্তের কাছাকাছি সামরিক শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, তাজিকিস্তান ও উজবেকিস্তান।

সোমবার (২ আগস্ট) ত্রিদেশীয় মহড়ার খবর জানায় উজবেকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ৫ থেকে ১০ আগস্ট পর্যন্ত এই মহড়া চলবে বলে জানানো হয়েছে।

এরই মধ্যে তাজিক সীমান্তে জড়ো হয়েছে রাশিয়া ও উজবেকিস্তানের সেনা বহর। বড় ধরনের শক্তি প্রদর্শনীর পরিকল্পনা জানিয়েছে মস্কো। পুতিন প্রশাসন বলছে, আফগানিস্তানে চলমান অস্থিতিশীলতার প্রভাব পড়তে পারে মধ্য এশিয়ায়। তাই থাকতে হবে প্রস্তুত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাজিক ড্রিলে অংশ নেবে ১ হাজার ৮শ রুশ সেনা। থাকবে ৪২০টি ইউনিট অস্ত্র-সরঞ্জাম।

গত মাসেই তাজিকিস্তান সীমান্তের কাছে চেকপোস্ট দখল করে তালেবান।

Exit mobile version