Site icon Jamuna Television

হেলেনা জাহাঙ্গীরের ২ সহযোগী গ্রেফতার

হেলেনা জাহাঙ্গীর।

বিতর্কিত ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের ২ সহযোগী হাজেরা ও সানাউল্লাহকে গ্রেফতার করেছে র‍্যাব। জয়যাত্রা টেলিভিশনের জিএম অ্যাডমিন হাজেরা ও প্রতিনিধি সমন্বয়ক সানাউল্লাহ নূরী হেলেনাকে অবৈধকাজে সহযোগিতা করতেন।

র‍্যাব ব্রিফিংয়ে জানায়, মধ্যরাতে রাজধানীর গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের কাছ থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন বলে জানান তারা।

র‍্যাব আরও জানায়, তারা জেলা প্রতিনিধিদের নিয়োগে ৫০ থেকে ১ লাখ টাকা করে নিয়েছেন। এছাড়া দেশের বাইরের প্রতিনিধিদের কাছ থেকে ১ লাখ থেকে ৫ লাখ টাকা করে নেয়া হয়েছে বলেও জানায় র‍্যাব।

এছাড়া জয়যাত্রা টেলিভিশন হংকংয়ের একটি স্যাটেলাইটের মাধ্যমে অবৈধভাবে সম্প্রচার চালিয়ে এসেছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।

ইউএইচ/

Exit mobile version