Site icon Jamuna Television

উইকেট ছুড়ে আসলেন সৌম্য

যেভাবে আউট হলেন সৌম্য।

হ্যাজলউডের বলে উইকেট বিলিয়ে দিলেন সৌম্য সরকার। ৯ বলে ২ রান করে দলীয় ১৫ রানের মাথায় ইনসাইড এজ হয়েছেন এই ওপেনার।

জস হ্যাজলউডের বলে খুব একটা সুবিধা করতে পারছিলেন না ওপেনার সৌম্য সরকার। অজি পেসার হ্যাজলউডের উইকেট টু উইকেট বলের জবাবে জন্য ইম্প্রোভাইজেশনের আশ্রয় নেয়ার কথাই হয়তো ভেবেছিলেন সৌম্য। সরে গিয়ে জায়গা করে অনেক বাইরের বলকে স্টাম্পে টেনে এনে সৌম্য নিজেকেই ছুড়ে দিলেন ক্রিজের বাইরে।

Exit mobile version