Site icon Jamuna Television

সাকিব আউট, নেই পাঁচ উইকেট

ছবি: সংগৃহীত

দুই ওপেনার সৌম্য ও নাইমের পর ফিরে গেছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ, উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও সাকিব আল হাসান। ৩৩ বলে ৩৬ রান করে আউট হয়েছেন সাকিব আল হাসান। এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৭ ওভারে ৫ উইকেটে ১০৪ রান।

১৫ রানে সৌম্য ও ৩৭ রানে নাইম শেখ বিদায় নেবার পর ইনিংস মেরামতের চেষ্টা চালান দুই অভিজ্ঞ ব্যাটার সাকিব ও মাহমুদউল্লাহ। কিন্তু ২০ বলে ২০ রান করে হ্যাজলউডকে তুলে মারতে গিয়ে মিচেল মার্শের তালুবন্দি হন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ।

নুরুল হাসান সোহান নেমেই রানের গতি দ্রুত করার চেষ্টা চালান। কিন্তু অ্যান্ড্রু টাইয়ের স্লোয়ার যে বলকে সীমানা ছাড়া করতে গিয়ে আউট হন তিনি, সেটা আদতে হতে যাচ্ছিল ওয়াইড বল।

হ্যাজলউডের স্লোয়ারে বোল্ড হয়েছেন সাকিব। তার ৩৬ রানের ইনিংসে ছিল ৩টি চারের মার।

সাকিবের বিদায়ে আফিফ হোসেনের সাথে যোগ দিয়েছেন শামীম পাটোয়ারী। রান রেট ৬ রাখতেই হিমশিম খেয়ে যাচ্ছে বাংলাদেশ। আর অ্যাগার, টাই, হ্যাজলউডদের বলে রান তুলতে সংগ্রাম চালাচ্ছে বাংলাদেশের ব্যাটাররা।

Exit mobile version