Site icon Jamuna Television

ম্যাচ জয়ের কৃতিত্ব বাংলাদেশকে দিলেন ওয়েড

অজি অধিনায়ক ম্যাথু ওয়েড। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটে এই প্রথম বাংলাদেশের সাথে হারলো অস্ট্রেলিয়া। ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় অজি অধিনায়ক ম্যাথু ওয়েড বলেছেন, কোনো অজুহাত নেই। বাংলাদেশ জিতেছে তাদের স্পিনারদের নৈপুণ্যে। আমাদের প্রচুর স্পিন খেলতে হবে।

ওয়েড আরও বলেন, ১৩২ রানের লক্ষ্যটা বড় ছিল না। যেকোনো কন্ডিশনেই যে কারো বিরুদ্ধে এই লক্ষ্য অতিক্রম করতে পারি আমরা। কিন্তু বাংলাদেশের স্পিনাররা আজ অসাধারণ বল করেছে। মাত্র ১০ রানে ৩ উইকেট হারানোর পর যেভাবে ব্যাট করা দরকার ছিল, তা মিচেল মার্শ ছাড়া আর কেউই করতে পারেনি। কিন্তু ১০০ রান অতিক্রম করতেই বেশ কষ্ট হয়ে গেছে আমাদের।

ম্যাথু ওয়েড এর সাথে যোগ করেন, আমরা জানতাম আমাদের প্রচুর স্পিন খেলতে হবে। আর বোলাররা তাদের কাজ দারুণভাবেই সম্পন্ন করেছে। তাই কোনো অজুহাত দিতে চাই না। ম্যাচ জয়ের সম্পূর্ণ কৃতিত্ব বাংলাদেশের বোলারদের।

Exit mobile version