Site icon Jamuna Television

ঘৌতায় বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৭৪

সিরিয়ার ঘৌতায় দু’সপ্তাহ ধরে অব্যাহত বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৭৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে দুই শতাধিকের বেশি শিশু। স্বেচ্ছাসেবক সংস্থা হোয়াইট হেলমেটস জানিয়েছে এ তথ্য।

গত ১৮ ফেব্রুয়ারি থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের নিকটবর্তী ঘৌতার পূর্বাঞ্চলে একযোগে বিমান হামলা চালাতে শুরু করে সিরীয় ও রুশ বাহিনী। হামলার লক্ষ্য বিদ্রোহীরা হলেও, এ ক’দিনে বেসামরিক হতাহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। অবরুদ্ধ অঞ্চলটিতে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের সহিংসতার মাঝে আটকা পড়েছে প্রায় চার লাখ মানুষ।

ঘৌতায় অবরুদ্ধ ও হতাহতদের উদ্ধার ও ত্রাণ সরবরাহে গত শনিবার নিরাপত্তা পরিষদে ৩০ দিনের অস্ত্রবিরতির প্রস্তাব পাশ হলেও কার্যত এর কোনো প্রভাব পড়েনি যুদ্ধক্ষেত্রে।

স্বেচ্ছাসেবক সংস্থা হোয়াইট হেলমেটস বলছে, অস্ত্রবিরতি কার্যকরের পর অঞ্চলটিতে ৬৫ নারী-শিশুসহ প্রাণ গেছে শতাধিক মানুষের।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version