Site icon Jamuna Television

ওয়ানডে, টেস্টের পর টি-টোয়েন্টিতেও অজি বধ

ছবি: সংগৃহীত

ওয়ানডে দিয়ে শুরু হয়েছিল, মাঝখানে টেস্ট জয়। এবং আজ টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ। তিন ফরম্যাটের কোথাও আর বাংলাদেশের কাছে অজেয় থাকা হলো না অজিদের।

কার্ডিফে ২০০৫ সালে ন্যাটওয়েস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে ২৪৯ রানে থামিয়ে দিয়ে মোহাম্মদ আশরাফুলের অসাধারণ এক সেঞ্চুরিতে বাংলাদেশ পায় তাদের ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় জয়। জেসন গিলেস্পিকে মাঠের বাইরে আছড়ে ফেলে রিকি পন্টিঙের কপালে অসংখ্য ভাঁজের সৃষ্টি করা আফতাব আহমেদের সেই ছয় ভুলবে না এদেশের ক্রিকেটপ্রেমীরা।

এরপর মিরপুরে ২০১৭ সালে টেস্টেও অস্ট্রেলিয়াকে পরাজয়ের তেঁতো স্বাদ উপহার দেয় টাইগাররা। আনন্দে উদ্বেলিত ক্রিকেটামোদীরা বিশ্বাস করা শুরু করে, টেস্টের মতো ফরম্যাটেও অজিদের হারানো সম্ভব বাংলাদেশের পক্ষে।

আর আজ বৃত্ত পূর্ণ করলো মাহমুদউল্লাহর বাংলাদেশ। নাসুম, সাকিব, মেহেদিদের বোলিং নৈপুণ্যে মাত্র ১৩১ রানের পুঁজিকে সম্বল করেও ২৩ রানে জয় পায় বাংলাদেশ। মোস্তাফিজ যখন শেষ বলে বোল্ড করলেন মিচেল স্টার্ককে, তারও বেশ কিছুক্ষণ আগেই ম্যাচ জয় নিশ্চিত করে টাইগাররা। এমন জয়কেই ক্রিকেটীয় পরিভাষায় বলে, কনভিন্সিং ভিক্টোরি।

Exit mobile version