Site icon Jamuna Television

হানি সিংয়ের বিরুদ্ধে মামলা করলেন তার স্ত্রী

ভারতীয় শিল্পী হানি সিং এবং তার স্ত্রী শালিনী তালওয়ার। ছবি: সংগৃহীত।

ভারতীয় গায়ক ইয়ো ইয়ো হানি সিংয়ের বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী শালিনী তালওয়ার। মামলায় হানি সিংয়ের বিরুদ্ধে যৌন ও মানসিক অত্যাচার, পারিবারিক সহিংসতা, একাধিক নারীর সাথে সম্পর্ক এবং আর্থিক প্রতারণার অভিযোগ আনা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ আগস্ট) দিল্লির তিস হাজারি আদালতে উইমেন প্রটেকশন অ্যান্ড ডমেস্টিক ভায়োলেন্স আইনে এই মামলা দায়ের করেন হানি সিংয়ের স্ত্রী।

আদালত থেকে হানি সিংয়ের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। যেখানে তাকে ২৮ আগস্টের মধ্যে এই বিষয়ে উত্তর দিতে বলা হয়েছে। পাশাপাশি তাদের যৌথ মালিকানার সম্পত্তি বিক্রি করার ওপরও আদালত নিষেধাজ্ঞা দিয়েছে।

হানি সিং এবং তার স্ত্রী শালিনী তালওয়ার ছোটবেলা থেকে পরিচিত ছিলেন। ২০১১ সালের তাদের বিয়ে হয়। ২০১৪ সালে একটি রিয়েলিটি শোতে শালিনীকে প্রকাশ্যে এনেছিলেন হানি সিং।

/এস এন

Exit mobile version