Site icon Jamuna Television

আবারও হাসপাতালে ভর্তি সাহিত্যিক বুদ্ধদেহ গুহ

সাহিত্যিক বুদ্ধদেব গুহ। ছবি: সংগৃহীত।

শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় দেখা দেওয়ায় সাহিত্যিক বুদ্ধদেহ গুহকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলকাতার একটি হাসপাতালে তিন দিনে ধরে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। রক্তচাপ কমে যাওয়ায় ৮৫ বছরের এই লেখককে সিসিইউতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

হাসপাতালের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, বর্তমানে করোনায় আক্রান্ত না হলেও শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে সাহিত্যিকের। প্রতি মিনিটে দুই লিটার করে অক্সিজেন দিতে হচ্ছে তাকে।

এছাড়া, মূত্রনালীতে সংক্রমণ এবং লিভার ও কিডনিতেও সমস্যা রয়েছে তার। মূত্রনালীর সংক্রমণই এখন তার মূল সমস্যা। মূলত, এ বছরের এপ্রিলে করোনা-সংক্রমিত হওয়ার পর থেকেই কোভিড-পরবর্তী নানা সমস্যায় ভুগছেন বুদ্ধদেব গুহ।

সাহিত্যিককে হাসপাতালের গ্যাস্ট্রোএনট্রোলজিস্ট, পালমোনোলজিস্ট, নেফ্রোলজিস্ট এবং কার্ডিওলজিস্টদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

/এস এন

Exit mobile version