Site icon Jamuna Television

জার্মানিতে ইসলাম বিদ্বেষ বাড়ছে

জার্মানিতে ইসলামের প্রতি বিদ্বেষ ক্রমাগত বেড়েই চলেছে। শুধু সরকারি হিসাবেই, ২০১৭ সালে জার্মানিতে মুসলিমদের ওপর অন্তত ৯৫০টি হামলার ঘটনা ঘটেছে। হামলা হয়েছে মসজিদসহ বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠানেও। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে একটি জার্মান দৈনিক

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর এসব হামলায় আহত হয়েছে অন্তত ৩৩ জন। সরাসরি মসজিদ লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে ৬০টি। অনেক ক্ষেত্রে মসজিদ ও মুসল্লিদের লক্ষ্য করে ইসলামে নিষিদ্ধ শূকরের রক্ত ছোঁড়ার ঘটনাও ঘটেছে।

হামলাকারীদের প্রায় সবাই কট্টর ডানপন্থি উগ্রবাদী বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। যদিও, জার্মানির সেন্ট্রাল কাউন্সিল অব মুসলিমস বলছে, সরকারি তথ্যের চেয়েও বিদ্বেষমূলক হামলার প্রকৃত সংখ্যা অনেক বেশি। অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা অভিযোগ না করায়, তালিকা থেকে বাদ পড়েছে হামলার তথ্য।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version