Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের পেন্টাগনে হামলা, ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত

ছবি: সংগৃহীত

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগানের প্রবেশ দ্বারের কাছে হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ আগস্ট) ছুরিকাঘাতে হত্যা করা হয় ওই পুলিশ কর্মকর্তাকে।

পেন্টাগন ফোর্স প্রোটেকশন এজেন্সির প্রধান আনুষ্ঠানিক বিবৃতিতে জানান, দফতরের প্রবেশপথ হিসেবে ব্যবহৃত বাস স্টেশনে হয় এ খুন। এসময় উপস্থিত অন্যান্য নিরাপত্তা কর্মকর্তারা কয়েক দফা গুলি চালায়। অভিযানে প্রাণ হারায় সন্দেহভাজন হামলাকারী। যদিও তদন্তের স্বার্থে ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। ইতোমধ্যে অনুসন্ধান শুরু করে দিয়েছে এফবিআই।

পাশাপাশি সাময়িকভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে পেন্টাগন এলাকায়। এ ঘটনায় উদ্বিগ্ন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। এছাড়াও নিরাপত্তা নিয়ে ভার্জিনিয়ার সিনেটর মার্ক ওয়ার্নার’সহ অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন।

Exit mobile version