Site icon Jamuna Television

৬৫ দেশকে ১১ কোটি ভ্যাকসিন দিয়ে সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র: বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত

বিশ্বের ৬৫ দেশকে ১১ কোটি ডোজ করোনা ভ্যাকসিন দিয়ে সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৩ আগস্ট) প্রেসিডেন্ট জো বাইডেন এ তথ্য জানান।

হোয়াইট হাউজের এক সংবাদ বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, বিশ্বের ৬৫ দেশে ১১ কোটি করোনা ভ্যাকসিন ডোজ সহযোগিতা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বকে সুরক্ষার জন্য এটি যুক্তরাষ্ট্রের উদ্যোগ। এই সহযোগিতার পেছনে কোনো স্বার্থ নেই। জানান এখন পর্যন্ত সহযোগিতার সবচেয়ে বেশি টিকা পেয়েছে আফ্রিকার দরিদ্র দেশগুলো। হিসেব অনুসারে, যুক্তরাষ্ট্রের সহায়তার ৫৫ লাখ ডোজ পেয়েছে বাংলাদেশ। মেক্সিকো ৪০, আর্জেন্টিনা ৩৫ এবং ব্রাজিল পেয়েছে ৩০ লাখ ডোজ টিকা। হোয়াইট হাউজের দাবি, টিকা বণ্টনে কোনো পক্ষপাত নেই। ভাইরাসের বিস্তার-মৃত্যুহার ও টিকাদানের সক্ষমতা বিবেচনায় দেয়া হচ্ছে বরাদ্দ।

জো বাইডেন আরও জানান, জাতিসংঘের হিসেব অনুসারে, বিশ্বজুড়ে যে ২৪টি দেশ টিকা সরবরাহ করছে তাদের সমবেত উদ্যোগের থেকেও পরিমাণটা বেশি। যুক্তরাষ্ট্রের তরফ থেকে বিনামূল্যে দেয়া হচ্ছে এসব ভ্যাকসিন। এরসাথে কোন চাহিদা বা শর্তও যুক্ত নেই। মহামারি থেকে প্রাণরক্ষাই আমাদের মূল লক্ষ্য।

Exit mobile version