Site icon Jamuna Television

আজ ১ম টেস্টে মাঠে নামছে ইংল্যান্ড-ভারত

টেস্ট সিরিজের ট্রফি নিয়ে ফটোসেশনে দুই অধিনায়ক।

আজ থেকে শুরু হচ্ছে স্বাগতিক ইংল্যান্ড ও সফরকারী ভারতের মধ্যে ৫ ম্যাচ টেস্ট সিরিজের ১ম টেস্ট। নটিংহ্যামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়।

আইসিসি টেস্ট র‍্যাংকিং এর দুই নম্বরে অবস্থান করা ভারত ও চার নম্বরে থাকা ইংল্যান্ডের মধ্যে শুরু হচ্ছে টেস্ট দ্বৈরথ। স্বাগতিক হওয়ায় স্বাভাবিকভাবেই সিরিজে ফেভারিটের তকমা থাকছে ইংলিশদের গায়েই।

এর আগে ২০১৮ তে হওয়া দুদলের সর্বশেষ সিরিজে ঘরের মাঠে ভারতকে ৪-১ ব্যবধানে হারিয়েছিলো ইংলিশরা।

আজ নটিংহ্যামে সিরিজের প্রথম ম্যাচেও পেসে ভারত বধের চেষ্টা করবে স্বাগতিকরা। জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, স্যাম কারান ও জ্যাক লেন্স এই চারজন থাকবেন ইংল্যান্ডের পেস আক্রমণের দায়িত্বে। এছাড়াও ইংলিশদের ব্যাটিং দূর্গ সামলাবেন অধিনায়ক জো রুট, ডম শেলবি, হাসিব হামিদ, জ্যাক ক্রাওলি প্রমুখরা।

অন্যদিকে অভিজ্ঞ রোহিত শর্মাসহ পূজারা, রাহানে, কেএল রাহুল, অধিনায়ক ভিরাট কোহলি প্রমুখ
ব্যাট হাতে সামলাবেন ইংল্যান্ডের পেইস অ্যাটাক। আর বল হাতে পাল্টা আক্রমণের দায়িত্বে থাকবেন জাসপ্রিত বুমরা, মোহাম্মদ শামি ও ইশান্ত শর্মা। এছাড়াও আরও দুই স্পিনার থাকছেন ভারতীয় একাদশে।

/এসএইচ

Exit mobile version