Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা নষ্ট করেছেন বিছানাপত্র; দেওয়ালে করেছেন ছিদ্র!

অস্ট্রেলিয়া দলের প্রধান ইয়ান চেস্টারম্যান।

অস্ট্রেলিয়ান অ্যাথলেটরা অলিম্পিক ভিলেজের হোটেল কক্ষ ছেড়ে যাবার সময় বিছানাপত্র নষ্ট করেছেন এবং দেয়ালে গর্ত করেছেন বলে অভিযোগ করেছে টোকিও অলিম্পিক কমিটি। আয়োজকরা জানিয়েছেন, অস্ট্রেলিয়ার কিছু অ্যাথলেট দেশে ফেরার পথে ফ্লাইটে ‘অগ্রহণযোগ্য আচরণ’ করেছেন।

অস্ট্রেলিয়া দলের প্রধান ইয়ান চেস্টারম্যান জানিয়েছেন, ক্রীড়াবিদরা যেহেতু ক্ষমা চেয়েছেন সেজন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। ক্ষয়ক্ষতির পরিমাণও ছিল সামান্য। কার্ডবোর্ড’র তৈরি বিছানা ভেঙে যাওয়া কোনো কঠিন বিষয় নয়। কিছু তরুণ একটা ভুল করেছে। তারা রুম যেভাবে ছেড়েছে, সেটা অগ্রহণযোগ্য। তবে রুমগুলো কোনোভাবেই পুরোপুরি আবর্জনার স্তূপ বানানো হয়নি।

অস্ট্রেলিয়ার অলিম্পিক কমিটি অবশ্য জানিয়েছে, শুক্রবার দেশে ফেরার সময় ফ্লাইটে উগ্র আচরণের তদন্তে নেমেছে ফুটবল ও রাগবি ইউনিয়ন। রাগবি ইউনিয়ন জানায়, অস্ট্রেলিয়া দলের অফিশিয়ালদের কাছ থেকে ফ্লাইটে রাগবি ও ফুটবল দলের ‘অগ্রহণযোগ্য’ আচরণের ব্যাপারে জানার পর তারা নিজস্ব তদন্ত শুরু করেছে।

অস্ট্রেলিয়া অলিম্পিক কমিটির প্রধান নির্বাহী ম্যাট ক্যারল বলেছেন, ফ্লাইটের দায়িত্বে যারা ছিলেন তাদের কাছে তারা কোনো আনুষ্ঠানিক অভিযোগ পায়নি। তবে ‘অগ্রহণযোগ্য আচরণ তাদের নজরে আনা হয়েছে।

অস্ট্রেলিয়ার পুরুষ রাগবি সেভেন দল কোয়ার্টার ফাইনালে ফিজির কাছে হেরে বিদায় নেয়। পুরুষ ফুটবল দল টুর্নামেন্টের গ্রুপপর্ব থেকেই বাদ পড়েছে।

ইউএইচ/

Exit mobile version