Site icon Jamuna Television

অপরিবর্তিত একাদশ নিয়েই ২য় ম্যাচে লড়বে টাইগাররা

প্রথম ম্যাচে জয় পাওয়ার পরদিনই, ৫ ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ অজিদের আতিথ্য দেবে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

প্রথমবার অজিদের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচেও জয় চায় টিম বাংলাদেশ। দলে নতুন কোন ইনজুরি সমস্যা না থাকলে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে টাইগাররা।

জয় দিয়ে সিরিজ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ব্যাটিং পারফরম্যান্সে উন্নতি চান কোচ রাসেল ডমিঙ্গো। অন্যদিকে নিশ্চিতভাবে একই ডিপার্টমেন্টে ভালো করতে চাইবে অস্ট্রেলিয়াও। মাত্র ১৩২ রানের ছোট স্কোর তাড়া করতে ব্যর্থ হওয়ায়, দ্বিতীয় ম্যাচে বড় স্কোর করতে মরিয়া অজিরা।

/এসএইচ

Exit mobile version