Site icon Jamuna Television

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুয়াল কাদের।

বঙ্গবন্ধুর পালতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে, এমন তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (৪ আগস্ট) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভায় এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, বিএনপি গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে। অথচ, বঙ্গবন্ধুকে হত্যার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা বিচার চাইতে পারেনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, খুনিদের পৃষ্ঠপোষকতা করা বিএনপির আদর্শে পরিণত হয়েছে। আগস্ট আসলেই বিএনপির অন্তর্জ্বালা বেড়ে যায়।

করোনাকালে সবাইকে বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এ বছরের মধ্যে ১০ কোটি লোককে টিকার আওতায় আনতে চায় সরকার। ভ্যাকসিন পেতে বিভিন্ন দেশের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে।

/এস এন

Exit mobile version