Site icon Jamuna Television

গাজীপুর জেলা কারাগারে হাজতির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর জেলা কারাগারে আব্দুর রহিম (৫৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

বুধবার (৪ আগস্ট) সকালে কারাগার থেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত আব্দুর রহিম গাজীপুরের শ্রীপুর উপজেলার ডালেশ্বর এলাকার আবুল হোসেনের ছেলে আব্দুর রহিম (৫৫)।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, চুরি ও মারামারি মামলায় গাজীপুর জেলা কারাগারে বন্দি ছিল আব্দুর রহিম। বুধবার ভোরে কারাগারের ভেতর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে কারা কর্তৃপক্ষ তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আব্দুর রহিমকে মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, আব্দুর রহিম গত ২৫ জুন ২০২১ থেকে এ কারাগারে বন্দি ছিল। তার হাজতি নং ৫৮৯৫/২১। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Exit mobile version