Site icon Jamuna Television

সম্পর্কের উষ্ণতা বাড়াতে সম্মত রাশিয়া-পাকিস্তান

সম্পর্কে নতুন মাত্রা খুঁজে বের করতে সম্মত হয়েছে স্নায়ু যুদ্ধকালীন দুই বৈরী দেশ রাশিয়া ও পাকিস্তান। পারমানবিক শক্তিধর ও পিংপং কূটনীতির ক্রীড়ানড়ক পাকিস্তান সোভিয়েত-মার্কিন দ্বৈরথে বরাবরই মার্কিনিদের পক্ষে ছিল।

কৌশলগত ভারসাম্য বিষয়ক পাকিস্তান-রাশিয়া পরামর্শক দলের দ্বাদশ বৈঠকে শুক্রবার দেশ দু’টি এ বিষয়ে সম্মত হয়। বৈঠক শেষে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, “অনুসন্ধানের মাধ্যমে ইতিবাচক ধারায় সার্বিক দ্বীপাক্ষিক সম্পর্ককে কাজে লাগানোর বিষয়ে উভয়েই সম্মত হয়েছে।”

পাকিস্তানের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন বিশেষ সচিব তাসনিম আসলাম, এবং রাশিয়ার পক্ষে দেশটির পররাষ্ট্র উপমন্ত্রী সের্গেই র‌্যাবকভ।

দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তা অংশগ্রহণে গঠিত এই পরামর্শক দলের যাত্রা শুরু হয়েছিল ২০০৩ সালে। এর চার বছর পর ২০০৭ সাল থেকেই দুই দেশের মধ্যকার সম্পর্ক শীতল যুদ্ধ পরবর্তী যে কোনো সময়ের তুলনায় উষ্ণ হতে শুরু করে।

২০১৪ সালে পাকিস্তান ও রাশিয়া একটি সামরিক সহযোগিতা চুক্তিতে সই করে, এবং অস্ত্র খাত উন্নয়ন ও অস্ত্র সরবরাহ বিষয়ক চুক্তিতে ২০১৫ সালে দেশ দুইটি সই করে।

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version