Site icon Jamuna Television

ইতিহাস গড়ে ২০০ মিটারে স্বর্ণ ধরে রাখলেন থম্পসন হেরা

স্বর্ণ জয়ের পথে সবার আগে জ্যামাইকান অ্যালেইন থম্পসন হেরা। ছবি: রয়টার্স

বিশ্বের প্রথম নারী অ্যাথলেট হিসেবে টানা দুই অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণজয় করলেন জ্যামাইকান স্প্রিন্টার অ্যালায়েন থম্পসন হেরা। ১০০ মিটারে বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণ জয়ের পর এবার ২০০ মিটারেও থম্পসন হেরাকে চ্যালেঞ্জ জানাতে পারেনি কেউ।

টোকিওর অলিম্পিক স্টেডিয়ামের ট্র্যাকে দৌড় শুরু হবার পর দুইয়ে থাকা নামিবিয়ার এমবোমার থেকে অনেকটাই এগিয়ে যান থম্পসন হেরা। বিশ্বরেকর্ড বা অলিম্পিক রেকর্ড কোনোটিই ছুঁতে না পারলেও ২১.৫৩ সেকেন্ড সময় নিয়ে এই ইভেন্টের ইতিহাসে ২য় সেরা টাইমিং করে বাগিয়ে নিয়েছেন স্বর্ণ।

২০০ মিটার ইভেন্টে ১৯৮৮ সালে গড়া যুক্তরাষ্ট্রের ফ্লোরেন্স গ্রিফিথ জয়নারের ২১.৩৪ সেকেন্ডের অলিম্পিক ও বিশ্বরেকর্ড তাই অক্ষতই থাকলো এখনো। স্বদেশী থম্পসন হেরা টানা দুই অলিম্পিকে স্বর্ণ জিতলেও জ্যামাইকান তারকা অ্যাথলেট শেলি-অ্যান ফ্রেজার প্রাইস চতুর্থ হয়ে রেস শেষ করেছেন।

Exit mobile version