Site icon Jamuna Television

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত অজিদের

ছবি: সংগৃহীত

পাঁচ ম্যাচ টি-টোয়েন্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। এ নিয়ে টানা পাঁচটি টস হারলো বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ।

বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া তাদের প্রথম ম্যাচের দলই অপরিবর্তিত রেখেছে। দুজন বিশেষজ্ঞ স্পিনারের সাথে দুজন পেসার এবং অলরাউন্ডার সাকিব আল হাসানের সমন্বয়ে বাংলাদেশ স্কোয়াডে পাঁচজন বোলারই থাকছে আগের ম্যাচের মতো।

প্রথম ম্যাচের উইকেটেই আজকের খেলা হবে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আজকের ম্যাচ জিতে সিরিজ জয়ের পথে যে এগিয়ে যেতে চায় টাইগাররা তা নিশ্চিত। আবার অন্যদিকে ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে মরিয়া অজিরা।

Exit mobile version