Site icon Jamuna Television

ফরাসি দূতাবাসে ‘সন্ত্রাসী’ হামলা, নিহত ৩০

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে অবস্থিত ফরাসি দূতাবাস ও সংস্কৃতি কেন্দ্রে ‘সন্ত্রাসী’ হামলায় কমপক্ষে ৩০ জন নিহত, এবং আরও ৮০ জন আহত হয়েছেন। পাশাপাশি দেশটির সেনা সদয় দপ্তরেও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

আন্তর্জাতিক গণ মাধ্যম সূত্রে এ তথ্য জানা যায়। সূত্রগুলো জানিয়েছে, শুক্রবারের এই হামলায় কোনো ফরাসি নাগরিক নিহত হননি। নিহতদের বেশিরভাগই বুরকিনা ফাসোর সেনা সদস্য। ফরাসি সেনাদলের সহায়তা আক্রান্ত স্থানগুলোকে রক্ষা করতে গিয়েই তারা নিহত হন।

ফরাসি প্রধানমন্ত্রী ইদুয়ার্দ ফিলিপ বলেন, “এটি সন্ত্রাসী হামলা, এবং ফরাসি দূতাবাসও এ হামলার একটি লক্ষ্যস্থল ছিল।”

এই হামলায় কতজন জড়িত ছিল সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি, এবং এ ঘটনার দায় কেউ বা কোনো গোষ্ঠী এখনও পর্যন্ত শিকার করেনি।

সাবেক উপনৈবেশিক দেশের দারিদ্র পীড়িত সাহেল অঞ্চলে ‘জিহাদি’-দের বিরুদ্ধে লড়াইয়ে পশ্চিম আফ্রিকার চারটি দেশ ও বুরকিনা ফাসোর সেনাদের পাশাপাশি ফ্রান্সও চার হাজার সেনা মোতায়েন করেছে।

২০১৪ সালে থেকেই বুরকিনা ফাসোর চরম অরাজক পরিস্থিতি বিরাজ করছে।

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version