Site icon Jamuna Television

নেমেই স্টার্ককে তিনটি চারে শুরু সাকিবের

স্টার্কের বলে সাকিবের অ্যাকশন।

অজি পেসার মিচেল স্টার্ককে গুণে গুণে তিনটি চার মেরে ইনিংস শুরু করলেন টাইগার স্টার অলরাউন্ডার সাকিব আল হাসান।

স্টার্কের বলে বোল্ড হয়ে শূন্য রানে ফেরেন ওপেনার সৌম্য সরকার। দলীয় ৯ রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙলে ক্রিজে আসেন সাকিব। নেমেই স্টার্কের মিডল স্ট্যাম্পের বলে লেগ গ্লাস করে চার মেরে ইনিংস শুরু করেন সাকিব।

পরের বলেও ফ্লিক করে লেগ সাইড দিয়ে চার হাঁকান সাকিব আল হাসান।

পরপর দুই বলে বাউন্ডারি হজম করে তৃতীয় বলটি শর্ট অব লেংথে করেন স্টার্ক। সাকিবের ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক ম্যাথু ওয়েডের পাশ দিয়ে বল চলে যায় সীমানার বাইরে। গুণে গুণে তিনটি চার!

Exit mobile version