Site icon Jamuna Television

তরুণদের কাঁধে এখন ম্যাচের ভাগ্য, আউট সাকিব ও মাহমুদউল্লাহ

ক্রিজে আছেন আফিফ হোসেন।

১২২ রানের লক্ষ্যে খেলছে এখন বাংলাদেশ, পেরিয়ে গেছে ইনিংসের অর্ধেক। প্রতিবেদনটি লেখা পর্যন্ত টাইগারদের রান ১৩ ওভারে ৫ উইকেটে ৮২। জয়ের জন্য এখনো বাংলাদেশের দরকার ৪২ বলে ৪০ রান।

ক্রিজে এখন আছেন দুই তরুণ, আফিফ হোসেন ও নুরুল হাসান সোহান। দুই ওপেনার নাইম ও সৌম্য যথাক্রমে ৯ ও শূন্য রানে ফেরেন প্যাভিলিয়নে। সাকিব ২৬ ও মাহমুদউল্লাহ শূন্য রান করে আউট হলে বিপদে পড়ে বাংলাদেশ।

মেহেদী হাসান ২৩ রান করে জাম্পাকে উড়িয়ে মারতে গিয়ে স্ট্যাম্পিং হলে বিপদ আরও ঘনীভূত হয়। এখন স্বীকৃত ব্যাটারদের মধ্যে আছেন আর কেবল শামীম হোসেন পাটোয়ারী।

Exit mobile version