Site icon Jamuna Television

তমব্রু সীমান্ত থেকে ভারী অস্ত্র সরিয়েছে মিয়ানমার: স্বরাষ্ট্রমন্ত্রী

দুই দিন পর বান্দরবানের তমব্রু সীমান্ত থেকে ভারী অস্ত্র সরিয়ে নিয়েছে মিয়ানমার- এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আজ শনিবার সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী আরও জানান, ভুল তথ্যের ভিত্তিতে সীমান্তে টহল বাড়িয়েছিল মিয়ানমার সেনাবাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ২৭ মার্চ থেকে বিজিবি-বিজিপি যৌথ টহল দেয়া শুরু করবে।

নাইক্ষ্যংছড়ির তুমব্রুতে গত বুধবার থেকে সেনা সমাবেশ শুরু করে মিয়ানমার। এর প্রেক্ষিতে দেশটির ঢাকাস্থ রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় নো ম্যান্স ল্যান্ডে থাকা রোহিঙ্গা ক্যাম্পে হামলা চালায়। সর্বশেষ শুক্রবার বিকালে আবারও জিরো পয়েন্টে ঢোকার প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত পতাকা বৈঠকে রাজি হয়।

Exit mobile version