Site icon Jamuna Television

জাতীয় পরিচয়পত্র না থাকলে যেভাবে টিকা নেয়া যাবে

ডা. এবিএম খুরশীদ আলম। ফাইল ছবি।

যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের তথ্য এক্সেল শিটে রেখে করোনাভাইরাসের টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. এবিএম খুরশীদ আলম।

বুধবার (৪ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি। এছাড়া যাদের এখনও জাতীয় পরিচয়পত্র নেই, তাদের দ্রুত সংগ্রহের আহ্বান জানিয়েছেন তিনি।

স্বাস্থ্য কর্মকর্তা জানান, গর্ভবতী মায়েদের জন্য কোন ধরনের টিকা উপযোগী হবে তা যাচাই করা হচ্ছে। দ্রুতই তাদের ভ্যাকসিনের আওতায় আনা হবে। অনেকের কাছে টিকা সংক্রান্ত ম্যাসেজ না পৌঁছানোর বিষয়ে মহাপরিচালক বলেন, টেকনিক্যাল সমস্যার কারণে অনেকে টিকার এসএমএস পাননি।

Exit mobile version