Site icon Jamuna Television

দুর্নীতির অপরাধে এক বছরের জন্য নিষিদ্ধ ফিফার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি

ছবি: সংগৃহীত

দুর্নীতির অপরাধে ফিফার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইসা হায়াতুকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আফ্রিকার ফুটবল কনফেডারেশনের সাবেক এই সভাপতিকে ৩০ হাজার সুইস মুদ্রাও জরিমানা করেছে ফিফা।

২০১৫ সালে ফিফার সে সময়ের সভাপতি সেপ ব্লাটারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত শুরু হলে সংস্থাটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান হায়াতু। এবার এই ক্যামেরুনিয়ানেন বিপক্ষে মিলেছে দুর্নীতির প্রমাণ।

৭৪ বছর বয়সী হায়াতু ২০১৭ সালের নির্বাচনে পরাজয়ের আগ পর্যন্ত ২৯ বছর ছিলেন আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সভাপতি। ফিফার সবচেয়ে বেশি সময়ের সহ-সভাপতিও ছিলেন তিনি। হায়াতু আন্তর্জাতিক অলিম্পিক কমিটির একজন সদস্য।

Exit mobile version