Site icon Jamuna Television

ভারতকে তৃতীয় পদক এনে দিলেন লাভলিনা

বুসেনাজ সুরমেনেলির বিরুদ্ধে লাভ্লিনা বোরগোহাইয়ের অ্যাকশন। ছবি: রয়টার্স

অলিম্পিক নারী বক্সিংয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিলেন লাভলিনা বড়গোহাই। আর তাতেই ব্রোঞ্জ নিশ্চিতের সাথে ভারতকে এনে দেন এবারের অলিম্পিক আসরের তৃতীয় পদক। কিন্তু দরিদ্র পরিবারের লাভলিনার অলিম্পিকে আসতে পাড়ি দিতে হয়েছে বেশ কঠিন পথ।

লাভলিনার বাবা চা বাগানের সাধারণ কর্মচারী। মাসে ২৫০০ রুপী বেতনে পরিবারের খরচ চালাতেন। কিন্তু মেয়ের খেলাধুলার ইচ্ছে পূরণের জন্য চড়া সুদে ঋণ নেন লাভলিনার বাবা। কিন্তু অলিম্পিকের আসরে পদক পেয়ে সে সব কষ্ট যেন সফল করে দিলেন লাভলিনা। স্বর্ণ নিয়ে দেশে ফেরার ইচ্ছা থাকলেও সেমিতে তুরস্কের বিসেনাজ সুরমেনেলির কাছে হেরে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয় লাভলিনাকে।

Exit mobile version