Site icon Jamuna Television

‘প্রধানমন্ত্রীর ভোট চাওয়ায় আইনের ব্যত্যয় ঘটেনি’

আওয়ামী লীগ সভাপতি হিসেবে শেখ হাসিনা জনগণের কাছে ভোট চাইছেন, এতে আইনের কোন ব্যত্যয় ঘটেনি বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তবে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার পর এ ক্ষেত্রে আইন ভঙের প্রশ্ন আসতে পারে বলেও জানান তিনি। ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় অংশ নেয়ার আহবান জানিয়ে নিউমার্কেট এলাকায় দলের পক্ষ থেকে লিফলেট বিতরণের সময় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি সাংবাদিকদের বলেন, গত কয়েক বছরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণকে জানানোর জন্য প্রধানমন্ত্রী বিভিন্ন জনসভায় ভাষণ দিচ্ছেন। তিনি বলেন, সংবিধানের আলোকে সরকার একটি বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে চায়। এক্ষেত্রে বাইরের কোন শক্তির উপদেশের প্রয়োজন নেই বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

Exit mobile version