Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের স্থানীয় নেতা হারুনুর রশিদ সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।

পুলিশ জানায়, বুধবার (৪ আগস্ট) সদর উপজেলার আলমপুরে বাড়ির পাশে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন তিনি। হঠাৎ একদল সন্ত্রাসী সিএনজিতে করে এসে তার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। সেইসাথে গুলি করে পালিয়ে যায়।

পরবর্তীতে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা রশিদকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করায়। কিন্তু অবস্থার অবনতি হলে ঢাকা নেয়ার পথে মারা যান রশিদ।

এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version