Site icon Jamuna Television

বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে

বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আবারও একদিনে ১০ হাজারের কাছাকাছি প্রাণহানি। মহামারিতে মোট মৃত্যু প্রায় ৪২ লাখ ৬৯ হাজার।

২৪ ঘণ্টায় নতুন সংক্রমিত শনাক্তের সংখ্যা ৬ লাখ ৭১ হাজারের ওপর। বিশ্বজুড়ে ২০ কোটি ৯ লাখ ছাড়িয়েছে করোনা সংক্রমিতের সংখ্যা।

দৈনিক মৃত্যুতে এখনও শীর্ষে ইন্দোনেশিয়া। প্রাণ গেছে ১ হাজার ৭৪৭ জনের। ৩৫ হাজার ৮শ’য়ের বেশি মানুষের দেহে মিলেছে ভাইরাস। ১ হাজার ১১৮ জনের মৃত্যু আর ৪০ হাজারের বেশি সংক্রমিত ধরা পড়েছে ব্রাজিলে। রাশিয়ায় মারা গেছে প্রায় ৮শ’ জন।

যুক্তরাষ্ট্রে আরও বেড়েছে করোনার প্রকোপ। বুধবার ৬২৮ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। আক্রান্ত শনাক্ত হয়েছে ১ লাখের ওপর। এদিন ভারতে মৃত্যু হয়েছে ৫৩২ জনের। ৪৩ হাজারের কাছাকাছি আক্রান্ত শনাক্ত হয়েছে।

এনএনআর/

Exit mobile version