Site icon Jamuna Television

গণমাধ্যমে আগে কথা বলা নিয়ে মার্কিন কংগ্রেসে মজার খুনসুটি

ক্যাপিটাল রিপাবলিকান নেতা মিচ ম্যাককোনেলকে ও ডেমোক্র্যাট নেতা চাক শ্যুমার।

গণমাধ্যমে কে আগে কথা বলবে, তা নিয়ে মজার খুনসুটি দেখলো মার্কিন কংগ্রেস। ক্যাপিটাল হিলে অনেকটা দৌড়ে রিপাবলিকান নেতা মিচ ম্যাককোনেলকে পেছনে ফেলেন ডেমোক্র্যাট নেতা চাক শ্যুমার।

দুজনই সিনেটে নিজ নিজ দলের নেতৃত্বে আছেন। সত্তরোর্ধ দুই সিনিয়র নেতার এমন প্রতিযোগিতায় হাস্যরসের তৈরি হয়।

ভিডিওফুটেজে দেখা যায়, গণমাধ্যমে কথা বলার জন্য টিভি ক্যামেরার দিকে এগিয়ে যাচ্ছেন, রিপাবলিকান সিনেটর মিচ ম্যাককোনেল। কিন্তু দ্রুত পা চালিয়ে তাকে পেছনে ফেলে মাইক্রোফোনের সামনে চলে আসেন শ্যুমার। শ্যুমার বলেন সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে অগ্রাধিকার তার।

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর এমন আচরণকে অবশ্য হালকাভাবেই নিয়েছেন ম্যাককোনেল। খোঁচা দিয়ে বলেছেন, বরাবরই সবার আগে ক্যামেরার সামনে হাজির হন শ্যুমার।

Exit mobile version