Site icon Jamuna Television

চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে মৃত ১৬ জনের দাফন সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে মৃত ১৬ জনের দাফন সম্পন্ন

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রাঘাতে মৃত ১৬ জনের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার পারিবারিক কবরস্থানে তাদের দাফন করানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার জানান, গতকাল নারায়ণপুর ইউনিয়ন থেকে প্রায় ৪০ বরযাত্রী পাকা গ্রামে যাচ্ছিলেন। আলীনগর ঘাটে পৌঁছার পর বৃষ্টি শুরু হলে, পদ্মা নদীর পাড়ে একটি টিনের চালায় আশ্রয় নেন তারা। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই ১৬ জন মারান যান। নিহতদের মধ্যে ১২ জন পুরুষ ও ৫ জন নারী। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১০ জনকে।

এদিকে গতকাল কিশোরগঞ্জেও বজ্রাঘাতে মারা গেছে আরও ২ জন।

এনএনআর/

Exit mobile version