Site icon Jamuna Television

ইরাকে ১৭ হাজারের বেশি পুরাকীর্তি ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরাকে ফিরছে পুরাকীর্তি; ১৭ হাজারের বেশি নিদর্শন ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

মার্কিন অভিযানের সময় লুট হওয়া বিপুলসংখ্যক পুরাকীর্তি ফেরত পাচ্ছে ইরাক। দেশটিতে ১৭ হাজারের বেশি প্রত্মতাত্তিক নিদর্শন ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র।

যার বেশিরভাগই তিন-চার হাজার বছরের পুরনো মেসিপটোমিয়া ও আসিরিয়ান সভ্যতার। আছে পাথরে খোদাই করা পৃথিবীর অন্যতম পুরনো সাহিত্য হিসেবে বিবেচিত একটি শিল্পকর্ম। মঙ্গলবার এসব নিদর্শনের প্রথম চালান বাগদাদে এসে পৌঁছায়।

প্রাচীন সভ্যতা ইরাকে ২০০৩ সালে মার্কিন অভিযান শুরুর পর লাখ লাখ প্রত্নতাত্তিক নিদর্শন লুট হয়ে যায়। পশ্চিমা বিভিন্ন দেশে অমূল্য এসব নিদর্শন বিক্রি করে পাচারকারীরা।

সম্প্রতি নিলামঘর, ব্যক্তিগত সংগ্রহ ও জাদুঘর থেকে উদ্ধার করে এগুলো ফেরত দেয়ার আশ্বাস দিয়েছে ওয়াশিংটন। তবে লুট হওয়া বেশিরভাগ নিদর্শনেরই সন্ধান মেলেনি। মার্কিন অভিযান ও আইএসের তৎপরতার মধ্যে, বারবারই হামলা হয়েছে ইরাকের জাদুঘর ও প্রত্নতত্ত্বের ভাণ্ডারে।

এনএনআর/

Exit mobile version