Site icon Jamuna Television

গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত

গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল হাসান লিখন।

দুর্বৃত্তদের হামলায় গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল হাসান লিখন নিহত হয়েছেন।

পুলিশ জানায়, বুধবার (৫ আগস্ট) সন্ধ্যার দিকে বাসা থেকে বাজারের জন্য বাইরে বের হন লিখন। বিএনপি কার্যালয়ের সামনে পৌঁছালে একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। গুরুতর অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে রংপুরে মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় সেখানেই মারা যান লিখন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে নেয়া হয়।

এদিকে নিহতের পরিবারের দাবি, বাজারে ফলের দরদাম নিয়ে শরীফ নামে এক দোকানির সাথে বাকবিতণ্ডার জেরে হত্যা । দোষীদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version