Site icon Jamuna Television

আবারও ডাচদের ডাগআউটে ফিরছেন লুই ফন গাল

কোচ লুই ফন গাল। ছবি: সংগৃহীত

প্রায় সাড়ে চার বছর পর আবারও ফুটবলের ডাগআউটে ফিরছেন কোচ লুই ফন গাল। তৃতীয় মেয়াদে দ্বায়িত্ব নিচ্ছেন নেদারল্যান্ডস জাতীয় দলের।

সবশেষ ইউরো আসরের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয়ার পর নেদারল্যান্ডসের কোচের দ্বায়িত্ব ছাড়েন ফ্রাঙ্ক ডি বোর। আর তার স্থলাভিষিক্ত হলেন দেশটির সাবেক মিডফিল্ডার ফন গাল। আগামী কাতার বিশ্বকাপ পর্যন্ত কোচের দ্বায়িত্বে থাকবেন তিনি।

এর আগে ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের ডাগআউট সামলেছেন ফন গাল। সবশেষ ২০১৬ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বহিস্কার হওয়ার পর বিশ্রামে ছিলেন ৭০ বছর বয়সী এই কোচ।

Exit mobile version