Site icon Jamuna Television

চাচাকে টুকরিতে করে ফার্মেসিতে নিয়ে গেলেন ভাতিজা

রাস্তা খারাপ হওয়ায় অসুস্থ চাচাকে টুকরিতে করেই চিকিৎসার জন্য নিয়ে গেছেন ভাতিজা জয়নাল আবেদীন।

কুমিল্লা ব্যুরো:

৭৫ বছর বয়সী অসুস্থ চাচা আব্দুল জলিলকে টুকরিতে করে মাথায় নিয়ে বাজারের ফার্মেসীতে গেলেন তার ভাতিজা। স্থানীয়দের তোলা সেই ছবিটি স্যোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়।

গতকাল বুধবার (৪ আগষ্ট) সকালে কুমিল্লা মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ভাতিজা জয়নাল আবেদীন বলেন, পরমতলা পশ্চিমপাড়া হাজি বাড়ি থেকে লক্ষ্মীপুর চরখখোলা হয়ে দারোরা বাজার পর্যন্ত আগে তিন চাকার যানবাহন চলতো। বর্তমানে সড়কে বড় বড় গর্ত হওয়ায় তাও বন্ধ হয়ে গেছে। গত কয়েকদিন ধরে চাচা অসুস্থ। তাকে নেবুলাইজার দিতে ফার্মেসীতে নিয়ে যেতে হয়। এসময় কোন রিকশা, সিএনজি না পাওয়ায় মাথায় করেই নিয়ে যেতে হয়েছে। রাস্তাটি ভালো না তাই এই পথে রিকশা সিএনজি চলাচল কম।

ধামঘর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম বলেন, স্বর্ণকারবাজার হতে দারোরা বাজার পর্যন্ত রাস্তাটির বেহাল দশা। বৃষ্টি হলে এ রাস্তা দিয়ে কোন যানবাহন চলাচল করতে পারে না। ইঞ্জিনিয়ার সাহেব রাস্তাটি পরিদর্শন করে গেছেন। বারবার আশ্বাস দিলেও সড়কটি সংস্কারে কোন উদ্যোগ নেয়া হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে মুরাদনগর এলজিইডির উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলেন, এ রাস্তাটি বৃহত্তর কুমিল্লা উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে রাস্তাটির সংস্কার কাজ করা হবে বলে তিনি জানান।

Exit mobile version