Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা করছে মেক্সিকো

গতকাল মামলা সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রী মার্সেলো এভরার্ড।

যুক্তরাষ্ট্রের একাধিক অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে মেক্সিকো সরকার।

গতকাল বুধবার (৪ আগস্ট) বোস্টনের আদালতে দায়ের করা মামলায় ১ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছে মেক্সিকো।

মেক্সিকো সরকারের অভিযোগ, মার্কিন প্রশাসনের আগ্নেয়াস্ত্র ক্রয় ও বহন সংক্রান্ত ঢিলেঢালা নীতির কারণে, অবৈধভাবে অস্ত্রপাচার হয় মেক্সিকোয়। যা মূলত যায় মাদক চোরাকারবারীদের হাতে। গ্যাং সহিংসতায় হাজারো মৃত্যুর কারণ হচ্ছে এসব অস্ত্র। স্মিথ এন্ড ওয়েসন, ব্যারেট ফায়ার আর্মস, স্টার্মসহ শীর্ষ অস্ত্র নির্মাতারা আছে মেক্সিকোর অভিযোগের তালিকায়।

মামলায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র থেকে প্রতি বছর ৫ লাখ অস্ত্র পাচার হয় মেক্সিকোয়। এগুলোর প্রায় সাড়ে তিন লাখ তৈরি করে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো। যদিও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলো।

বহু বছর ধরেই দেশটির গ্যাং সহিংসতার পেছনে মার্কিন অস্ত্র শিল্পকে দায়ী করছে রাজনীতিবিদরা। এ ব্যাপারে এবারই নেয়া হলো বড় কোনো পদক্ষেপ।

/এসএইচ

Exit mobile version